রাজধানীতে বুধবার (১৭ মে) সকাল থেকেই মেঘলা আকাশ। সেই মেঘ কালো হতে হতে সকাল ৯টা নাগাদ শুরু হয় ঝোড়ো হাওয়া। তারপরেই নামে বৃষ্টি। এর আগে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যার পরও কিছুটা বৃষ্টি হয় ঢাকায়।
আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।