প্রথম দিনশেষে মুশফিকুর রহিম ৪১* রানে ও মিরাজ ৪৩* রানে অপরাজিত আছেন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থেকে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজাকে ক্যাচ তুলে ফেরেন মিরাজ।
মিরাজের পর মুশফিকও বিদায় হন ফিফটির আক্ষেপ নিয়ে। তিনি ৪৭ রানে নাসির জামালকে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের মাঝের বিপর্যয়ের শঙ্কা কাটান এই জুটি। তাদের বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা দেখা দিচ্ছিল টাইগার শিবিরে। হলোও তাই।
ক্রিজে ছিলেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাইজুল খুলতে পারেননি রানের খাতা। তাসকিন মাত্র ২ রান করে বিদায় হন। শরিফুল ইসলাম ৬ রান করলেও এবাদত হোসেন তাইজুলের পথ ধরে তিনিও শূন্য রানে ফেরেন।
বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও প্রথম দিনের বিপরীত চিত্র ছিল। মাত্র ২০ রান তুলতে পারে দ্বিতীয় দিনের প্রথম সেশনে। মিরাজের আউটের পর সবমিলিয়ে ৫ উইকেট তুলতে আফগান বোলাররা খরচ করেন মাত্র ৯ রান।