রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িখেলাধুলাপাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

ডেঙ্গু পজিটিভ থাকায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি ভারতীয় তারকা ওপেনার শুভমান গিলের। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিষেক হচ্ছে তার। ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন ইশান কিষাণ। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসবেন গিল। এরপরে নামতে পারেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল। এছাড়া অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। আর বোলিং বিভাগ সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় আবারও একাদশে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে চমকে দেওয়া আব্দুল্লাহ শফিক

ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে আর দেখা হয়নি তাদের। এশিয়া কাপে দুইবার মাঠে নামার কথা থাকলেও একবার খেলা বাতিল হয়েছে বৃষ্টির কারণে। আরেকবার ম্যাচ গিয়েছে ভারতের পক্ষে

ওয়ানডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস বহু পুরোনো। যেখানে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৬টি ম্যাচে জিতেছে ভারত। ৫টি ম্যাচে কোনো ফল হয়নি।

তবে মঞ্চটা যখন বিশ্বকাপ, তখন ভারত এগিয়ে আছে অনেকটাই। বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের ৮ম দেখায় সেই ধারা ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, অপরাজেয় তকমা ধরে রাখতে চায় রোহিত শর্মারা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা