খেলছেন তো খেলেই যাচ্ছেন, যেন আউট হতেই ভুলে গেছেন। টানা চার ম্যাচ পর গতকাল (৩ জানুয়ারি) আউট হয়েছেন তিনি। তার আগে অবশ্য বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন করুন নায়ারের। পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪২ রান করেছেন এই ক্রিকেটার।গত ২৩ ডিসেম্বর এই যাত্রা শুরু করেছিলেন নায়ার। জম্মু ও কশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে।পরের ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ১৬৩ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর গত ৩১ ডিসেম্বর তামিল নাড়ুর বিপক্ষে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। আর গতকাল (৩ জানুয়ারি) উত্তর প্রদেশের বিপক্ষে খেলতে নামেন তিনি। এই ম্যাচেও অবশ্য তার দল জয় পেয়েছে।আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে আউট না হয়ে ৫২৭ রান করেছিলেন তিনি। এই তালিকায় পরের তিন জন হলেন- জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফখর জামান (৪৫৫) ও তৌফিক উমর (৪২২)।ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরর্মার হলেও জাতীয় দলে কখনোই ছিলেন না নিয়মিত। ভাততের হয়ে মাত্র ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন এই ক্রিকেটার।সেই ট্রিপল সেঞ্চুরির পরেই দল থেকে বাদ পড়েন নায়ার। আজিঙ্কা রাহানের বদলে খেলতে নেমে বীরেন্দ্রর শেবাগের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন নায়ার। কিন্তু পরের টেস্টে রাহানে ফিরলে দল থেকে বাদ পড়েন তিনি।সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচ খেলেছেন নায়ার। রান করেছেন ৭ হাজারেরও বেশি, সেঞ্চুরি ২০টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে রান আছে প্রায় ৩ হাজার, সেঞ্চুরি ৭টি। এবার আইপিএলেও দল পেয়েছেন। ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে।