রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িখেলাধুলাটি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হার পাকিস্তানের

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হার পাকিস্তানের

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। যদিও পরের দুই ম্যাচ দাপটে জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।এবার টি-টোয়েন্টি সিরিজেও শুরুতেই ধাক্কা খেলো আনপ্রেডিক্টেবলরা। বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে এসে পাকিস্তানকে ২ উইকেট আর এক বল হাতে রেখে হারিয়েছে জিম্বাবুয়ে।শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। হাতে ৩ উইকেট। পাকিস্তানের বাঁহাতি পেসার জাহানবাদ খান পারেননি শেষ রক্ষা করতে। জিম্বাবুয়ের নয় নম্বর ব্যাটার তিনোতেন্দা মাপোসা প্রথম দুই বলে চার আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন।চতুর্থ বলে একটি উইকেট তুলে নিলেও এক বল বাকি থাকতে হেরে যায় পাকিস্তান। মাপোসা অপরাজিত থাকেন ৪ বলে ১২ রানে। এর আগে ওপেনার ব্রিয়ান ব্যানেট ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দিয়েছিলেন।পাকিস্তানের আব্বাস আফ্রিদি ২৪ রানে ৩টি আর জাহানবাদ খান ৩০ রানে নেন দুটি উইকেট। এর আগে ৯২ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। ১৪.২ ওভার শেষে এমনই ছিল পাকিস্তানের স্কোরকার্ড। সেখানে থেকে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৩২ রানের পুঁজি দাঁড় করায় সালমান আগার দল।টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সাহিবজাদা ফারহান (৪), ওমর ইউসুফ (০), উসমান খান (৫)-টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থতার পরিচয় দেন।এরপর তায়েব তাহির আর কাসিম আকরাম ছোট দুটি ইনিংস খেলে ফেরেন। তাহির ১৪ বলে ২১ আর আকরাম ১৫ বলে করেন ২০ রান। একটা প্রান্ত ধরে রেখে ওয়ানডে টাইপ ইনিংস খেলেন অধিনায়ক সালমান আগা (৩২ বলে ৩২)। শেষদিকে আরাফাত মিনহাজের ২৬ বলে ২২ আর আব্বাস আফ্রিদির ১৪ বলে ১৫ রানে ভরে ১৩২ পর্যন্ত গেছে পাকিস্তানের ইনিংস।জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি ২৫ রানে ২টি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টিনোটেন্ডা মাপোসা আর রায়ান বার্ল নেন একটি করে উইকেট।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা