রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িখেলাধুলাআইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলের মেগা নিলাম। গত নিলামে শ্রেয়াস আইয়ার ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন পাঞ্জাব কিংসে। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তিনি রেকর্ড ভেঙেছিলেন গত আসরে কলকাতায় যাওয়া মিচেল স্টার্কের (২৪ কোটি ৭৫ লাখ রুপি)। কিন্তু আইয়ারের সেই রেকর্ড বেশিক্ষণ টিকতে পারেনি। এবার তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে। এর আগে রেকর্ড ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লেখান গত আসরে  কলকাতার অধিনায়কত্ব করা শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়ারকে রিটেইন করেনি দলটি। গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিতে শুরু হয় হিড়িক। রবিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া নিলামে আয়ারকে নিয়ে দারুণ লড়াই করে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। শেষমেশ নিলামে তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তিনি ২৭ কোটি ছুঁতে পারেননি। পরে কাড়াকাড়ি শুরু হয় ঋষভকে নিয়ে। শ্রেয়াস না পারলেও ২৭ কোটির মাইলফলক ছুঁতে পেরেছেন ঋষভ পন্ত। পন্তকে দলে পেতে যুদ্ধে নামে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও সানরাইজার্স হায়দরাবাদ। এ দুই দলের বিড বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ২৭ কোটিতে পন্তকে দলে নেয় লক্ষ্ণৌ।এর আগে ভারতীয় বোলার ২ কোটির আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে দলে নেয় পাঞ্জাব কিংস। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখে তুলে নেয় গুজরাট কিংস। ২ কোটির বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে নেয় গুজরাট। ১১ কোটি ৭৫ লাখ টাকায় মিচেল স্টার্ককে নেয় দিল্লি।মোহাম্মদ শামিকে ১০ কোটিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরবাদ। যুজবেন্দ্র চাহালের দাম ওঠে ১৮ কোটি। এই স্পিনারকে দলে নেয় পাঞ্জাব কিংস। ১৪ কোটিতে লোকেশ রাহুলকে তুলে নেয় দিল্লি। আর ১২ কোটি ২৫ লাখে মোহাম্মদ সিরাজকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা