রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এই সময়ে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসে রেমিট্যান্সের এই পরিমাণ গত মাসের তুলনায় বেশি, যেখানে নভেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ২০৫ কোটি ২৪ লাখ এবং ২১৬ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।এটি ২০২০ সালের জুলাইয়ের পর রেমিট্যান্স প্রবাহে সর্বোচ্চ পরিমাণের মধ্যে একটি। ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।এই প্রবাহের মধ্যে ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার এবং ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।যদিও চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স কমেছিল। তবে অন্তর্বর্তী সরকারের পরবর্তী অবস্থান এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকভাবে উত্থান দেখা যাচ্ছে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা