চাঁদাবাজি সহ নানা অপকর্মের দায়ে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তরের বিএনপির নেতা বহিষ্কার সোহেল খানকে বহিষ্কার করেছে দলটি।শনিবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সোহেল খান দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।শুক্রবার গণমাধ্যমে চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর-ভাঙচুরের ভিডিও প্রকাশ পায়। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সোহেল খানকে বহিষ্কার করা হয়েছে। অপকর্ম করে কেউ বিএনপিতে থাকতে পারবে না। সে যে পর্যায়ের নেতা হোক না কেন। এ ব্যাপারে আমরা কঠোর।৪ নভেম্বর মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচা বাজারের ১ নম্বর দোকানে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুর করেন সোহেল খান। এ সময় তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি ইউছুফ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।