রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িরাজনীতি১০ বছর পর আজ সমাবেশ করবে জামায়াত

১০ বছর পর আজ সমাবেশ করবে জামায়াত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (১০ জুন) সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৯ জুন) দীর্ঘ ১০ বছরের বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায় দলটি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, “মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি।”

জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, “আমাদের মৌখিকভাবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার জন্য। তারা বলেছে শনিবার সকালে লিখিতভাবে অনুমতি দেবে।”

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ গণমাধ্যমকে জানান, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সর্বশেষ সমাবেশ করেছিল। তারপর সরকার তাদের সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি। যদিও তারা অনুমতি ছাড়াই রাজধানীতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করেছে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, শনিবার দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে শুক্রবার রাজধানীতে জামায়াত সমাবেশের অনুমতি পেলে নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “জামায়াতকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশেরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। তাই সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নিতে আমরাও প্রস্তুতি নিচ্ছি।”

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা