ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নানা উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্র দল।কর্মসূচির অংশ হিসেবে গভীর রাতে বরগুনা পৌর শহরের শতাধিক স্পিডব্রেকারে সাদা রং দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রোববার (২৯ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় শতাধিক স্পিডব্রেকারে সাদা রং দিয়ে সাজানো হয়েছে।এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি বলেন, বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, শীতের মৌসুমে বরগুনার বেশিরভাগ রাস্তা কুয়াশাছান্ন থাকে। বেশিরভাগ স্পিড ব্রেকার না দেখার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে।১ জানুয়ারি বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক উন্নয়ন কাজের অংশ হিসেবে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়া হয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ সময় বরগুনার সকল ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সামাজিক ও মানবিক কাজের আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।