ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগড়ি বাজার রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ৷ এ সময় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা এ্যাডভোকেট আবুল হোসেন, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধাসহ অনেকে ৷পরে উপস্থিত বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল৷