শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে তাদের জন্য সম্মেলনের পাঁচটি গেইটই খুলে দেওয়া হলে এ জনসমুদ্র দেখা যায়।
কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। এখন শুধু অপেক্ষা, কখন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আসবেন এবং সম্মেলনের উদ্বোধন করবেন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে।
সম্মেলনে যোগ দিতে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।
শনিবার সকালে মৎসভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বাংলা একাডেমি ও দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে। ছোট ছোট মিছিল নিয়ে টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা।