গাজীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক এস এম ডা: রফিকুল ইসলাম বাচ্চু। ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি ঢেউটিন ও বস্ত্র বিতরণ করেন।
বুধবার ( ১২ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়ন মনিপুর ৬নং ওয়ার্ড এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান। এ সময় তাদের মাঝে ঢেউটিন এবং বস্ত্র তুলে দেন তিনি।এরপর তিনি বলেন, আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য সহায়তা নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) আবু বক্কর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোতালেব মুসুল্লি , গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. রমজান আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ হোসেন যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম , সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি জুলহাস বেগ, সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী,সহ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।