রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষ : শ্রীপুরে মহাসড়কে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষ : শ্রীপুরে মহাসড়কে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থিদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন জুবায়েরপন্থি অনুসারীরা।বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এর আগে, মঙ্গলবার গভীর রাতে ইজতেমার মাঠ নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।অবরোধে থাকা মুরুব্বিরা জানান, মঙ্গলবার রাতে ইজতেমার মাঠে তাহাজ্জুদ নামাজের সময় তাদের সাথীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত ও আহত হন। তারা অভিযোগ করেন, জুবায়েরপন্থিদের মাঠ থেকে জোর করে বিতাড়িত করা হয়েছে এবং তাদের রক্তে ময়দান রঞ্জিত হয়েছে।জুবায়েরপন্থিদের অন্যতম নেতা মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, “আমাদের সাথীরা শহীদ হয়েছেন। যতক্ষণ না ইজতেমার মাঠ আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মুরুব্বিরা সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, “ইজতেমার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের পর জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা