মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা

কালিহাতীতে কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা

শাহ আলম কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে কাঁচা রাস্তার মাটি কেটে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে অন্তত ৫০টি পরিবার চলাচলের ভোগান্তিতে রয়েছে। উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর উত্তরপাড়া এলাকায়

এ চিত্র দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি বরাদ্দে নির্মিত ১ হাজার ফুট দৈর্ঘ্যর একটি কাঁচা রাস্তাটি জোরপূর্বক কেটে নদীতে ফেলে দিয়েছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বল্লা সিংগাইর বাড্ডা ব্রিজ থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় ১,০০০ ফুট দৈর্ঘ্যের এই কাঁচা রাস্তাটি ৭ টন চালের সরকারি বরাদ্দে নির্মাণ করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইউপি সদস্যকে আটক রেখে নির্মাণ কাজে ব্যবহৃত বেকুর চালককে হুমকি দিয়ে পুরো রাস্তাটি কেটে দেন এবং নদীতে ফেলে দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, বহুদিনের প্রত্যাশিত এই রাস্তাটি নির্মিত হলে স্কুল, বাজার এবং উপজেলা সদরে যাতায়াত অনেক সহজ হতো। অথচ কিছু লোক সরকারি সম্পদ ধ্বংস করে দিয়েছে, যা জনস্বার্থবিরোধী এবং সরকারের সম্পদের অপচয়।

এক স্থানীয় বাসিন্দা  নাজমুল হোসেন ও সাহেলা বেগম ,বলেন, এই রাস্তা দিয়ে আমরা সহজেই স্কুল, বাজার ও উপজেলা সদর যেতে পারতাম। যারা এটি কেটেছে, তারা এলাকাবিরোধী কাজ করেছে।

আরেকজন  রহিম উদ্দিন বলেন, সরকারি বরাদ্দে রাস্তা হয়েছিল, অথচ কিছু লোক সেই সম্পদ ধ্বংস করে দিল—আমরা এর বিচার চাই।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সরকারি বরাদ্দে ৭ টন চালের বিনিময়ে এলাকাবাসীর সহায়তায় আমি রাস্তাটি নির্মাণ করেছিলাম। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী আমাকে আটক রেখে, নির্মাণ কাজে ব্যবহৃত বেকু দিয়ে রাস্তাটি কেটে নদীতে ফেলে দেয়। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।

এলাকার নারী ও পুরুষ  বিক্ষোভকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পুনঃনির্মাণের আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা