২০২৩ সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজের জন্য সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করেছে বাংলাদেশ।
সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পক্ষে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চুক্তিতে সই করে।
ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
চুক্তি অনুযায়ী, এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৪ হিজরী সালের পবিত্র হজ আগামী ২৮ জুন হবার কথা।
হজ চুক্তিতে সৌদি অংশের হাজীদের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবার শর্ত থাকছে। রুট টু-মক্কা এর আওতায় হাজীদের লাগেজ বিমান থেকে সরাসরি মক্কা মদিনার আবাসনে পৌঁছে দেয়া হবে। এতে লাগেজ বিড়ন্বনা হ্রাস পাবে।
বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশি হাজিদের আধুনিক আবাসন পরিবহন ও অন্যান্য সুবিধাটি বৃদ্ধির ও হজের কোটা বৃদ্ধি করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।