রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িইসলামসাদ অনুসারীদের জোড় ইজতেমা ঠেকাতে জুবায়েরপন্থিদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

সাদ অনুসারীদের জোড় ইজতেমা ঠেকাতে জুবায়েরপন্থিদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের অবস্থানকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নেয়। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজট দেখা দেয়। এসময় সাদপন্থীদের গাড়ি ভাঙচুর করে জুবায়েরপন্থীরা। পরে পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যায়। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এতে আহত হন সাদ অনুসারীদের দুই মুসল্লি।পুলিশ ও তাবলীগ জামাত সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিনের জোড় ইজতেমা পালন করেন বাংলাদেশি মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাদের দেখাদেখি ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা।কিন্তু, মাওলনা জুবায়ের অনুসারীরা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোড় পালন করতে দেবেন না। পাশাপাশি সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরাজ করছিলো উত্তেজনা।এর মধ্যেই বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা মাঠে প্রবেশ করবেন, এমন খবর ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোড় ঠেকাতে বেলা একটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জুবায়ের অনুসারীরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা সেটিতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় সাদ অনুসারীদের দুই মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া যায়।সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘ইজতেমা মাঠে জোড় পালনের বিষয়ে আজ সকালে আমাদের চারজন প্রতিনিধি গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসক গাজীপুর মহানগর পুলিশের দক্ষিণের উপকমিশনার এন এম নাসিরুদ্দিনের সঙ্গে দেখা করতে বলেন। এর মধ্যেই আমরা উপকমিশনারের সঙ্গে দেখা করতে গেলে আগে থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন জুবায়ের অনুসারীরা। এ সময় মন্নুগেট এলাকায় আমাদের গাড়িটি পৌঁছাতেই লাঠিসোঁটা নিয়ে জুবায়ের অনুসারীরা আমাদের লোকজনের ওপর হামলা চালান। এ সময় আমাদের দুই সাথি মো. বশির ও আতাউর আহত হন। পাশাপাশি আমাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।তবে এ অভিযোগ অস্বীকার করে মাওলানা জুবায়ের অনুসারীদের শীর্ষ পর্যায়ের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সাদ অনুসারীরা কয়েক দিন ধরেই বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। গতকাল (বুধবার) রাতেও তারা ঘোষণা দিয়েছেন, আজ ফজরের নামাজের পর তারা ইজতেমা মাঠে প্রবেশ করবেন। এটা শুনে আমাদের অনেক সমর্থক, মাদ্রাসার ছাত্র তাদের ঠেকাতে রাস্তায় নামেন। এ সময় সাদ অনুসারীদের একটি গাড়ি ইজতেমা মাঠের দিকে যেতে চায়। পুলিশ তাদের ঘুরিয়ে দেয়। কিন্তু তারপরও তারা গাড়ি নিয়ে আমাদের সাধারণ ছাত্রদের ওপর দিয়ে চলে যেতে চায়। এ সময় আত্মরক্ষার্থে ছাত্ররা তাদের বাধা দেয়।এদিকে সড়ক অবরোধের কারণে ৩০ থেকে ৪০ মিনিট বন্ধ থাকে মহাসড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।এ বিষয়ে জানতে চাইলে উপকমিশনার (টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘ইজতেমা মাঠে জোড় পালনের বিষয়ে সাদ অনুসারীদের এখনো সরকারিভাবে অনুমতি নেই। তাদের একটি দল এ বিষয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। আমি তাদের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলি। এর মধ্যেই সাদ অনুসারীরা মাঠে প্রবেশ করছেন-এমন খবরে জুবায়ের অনুসারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের (সাদ অনুসারী) গাড়িটি বেরিয়ে যাওয়ার সময় অবরোধের মুখে পড়ে। এ সময় একটি গাড়িতে ভাঙচুর চালান অবরোধকারীরা। অবরোধে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আমরা গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিই। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা