গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩০টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে মিলগেট শহীদ সুন্দর আলী রোডের কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিলগেট কো-অপারেটিভ সোসাইটির নৈশপ্রহরী ওবায়দুল হক বলেন, ভোর সাড়ে ৫টার দিকে কাঁচাবাজারের পেছনে একটি ঝুটগুদামে আগুন লাগে। মুহূর্তেই আশপাশের জিপার, কেমিক্যাল গুদামসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।ক্ষতিগ্রস্ত দোকানিরা বলেন, আগুনে আমাদের ৩০-৩৫টি দোকান ও গুদামের সব মালামাল ছাই হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে পড়েছি।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহীন আলম বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গীর চারটি ও উত্তরার তিনটি ইউনিট। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।