শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে বহুতল ভবনে দুই শিশুকে গলাকেটে হত্যা

গাজীপুরে বহুতল ভবনে দুই শিশুকে গলাকেটে হত্যা

গাজীপুরের টঙ্গীতে বসত ঘরের মেঝেতে পড়েছিল দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের টঙ্গী জামাই বাজার এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয়  তলায় দুই শিশুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

মরদেহ দুটি  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার দুই সন্তান ৬ বছর বয়সী মালিহা ও চার বছর বয়সী আব্দুল্লাহর।
আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেকের এলাকার জনৈক আনোয়ার মিয়ার আট তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।
নিহত দুই শিশুর স্বজনরা জানান, শিশু দুইটি সহোদর ভাই-বোন। শুক্রবার দুপুরে বাড়িতে থাকা শিশুদের বাবা, মা ও দাদীরা একসঙ্গে দুপুরের খাবার খান। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদী উপর তলার ফ্ল্যাটে বেড়াতে এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর মা ঘরের দরজা খোলা দেখতে পান এবং শিশুদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখতে পান। তার চিৎকারে দাদী উপর তলা থেকে নেমে এসে ছেলেকে খবর দেন। পরে তার চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূ্র্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা