রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়হোলি আর্টিজান হামলার ৮ বছর: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আসলেও হয়নি নির্মূল

হোলি আর্টিজান হামলার ৮ বছর: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আসলেও হয়নি নির্মূল

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ৮ বছর আজ। ২০১৬ সালের পহেলা জুলাই রাতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি এ হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হয়। এরপর জঙ্গি নির্মূলে সব ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে, দেশে জঙ্গী হুমকি এখনো আছে।

এদিকে হাইকোর্টের রায়ের পর ৮ মাস পেরিয়ে গেলেও, এখনও তা প্রকাশ হয়নি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন— পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর, ফাঁসির দণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৬ সালের পহেলা জুলাই, গুলশানের হলি আর্টিজান বেকারি দখল করে মুহুর্মুহু গুলি করে জঙ্গিরা। সকাল পর্যন্ত চলে গোলাগুলি। জিম্মি করে বিদেশিসহ কমপক্ষে ২৫জনকে। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশনে নিহত হন ৫ জঙ্গি।

হলি আর্টিজন হামলার পর কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। ২০২১ এর পর একটিও জঙ্গি হামলা করতে পারেনি জঙ্গিরা। তবে এই ৮ বছরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে কয়েকশ জঙ্গি।

তবে ২০২২ সালের ২০ নভেম্বর দিন দুপুরে আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আবারও চিন্তায় ফেলে সংশ্লিষ্ট সবাইকে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্মূল হয়নি।

এদিকে, এহামলায় জড়িত ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেয়া হাইকোর্টের রায়ের কপি এখনও হাতে পাওয়া যায়নি। তাই এর বিরুদ্ধে এখনও আপিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

হলি আর্টিজানে কী ঘটেছিল সেদিনহলি আর্টিজানে কী ঘটেছিল সেদিন
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘জঙ্গি হামলায় যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন ছিল। পুরো রায় পাওয়ার পর আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব, যোগাযোগ করব। ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু এখন আমরা রায় পুরোটা পাইনি, সেটা পাওয়ার পর আমরা কি করব সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

অপরাধ বিশেষজ্ঞরা ড. তৌহিদুল হক বলছেন, জঙ্গিবাদমুক্ত সমাজ এখনও তৈরি হয়নি। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় সমাজের সর্বস্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনও মাঝে মাঝে জঙ্গিরা মাথাচাড়া দেয়ার অপচেষ্টা চালায়। তাই জঙ্গি নির্মূলে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আরও সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা