মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ যখন শুনেছে তখনই রাষ্ট্রদূতের নিরাপত্তা দিয়েছে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। তার নিরাপত্তার ঘাটতি হয়নি। পুলিশ যখন শুনেছে মার্কিন রাষ্ট্রদূত যাচ্ছেন তখনই তারা সিভিল পোশাকে সেখানে গিয়েছিলেন। তার নিরাপত্তার অভাব হয়েছে বলে আমার মনে হয়নি।”
তিনি আরও বলেন, “তিনি যে যাবেন তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা উচিত ছিল। খবর পেয়ে ওসি সিভিল পোশাকেই গেছেন। আমাদের কাছে যারা (কূটনীতিক) খবর পাঠান। তারা বের হওয়ার সময় নিরাপত্তা নিয়ে বের হন। তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে আমি মনে করি না।”