রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও দুইজন নারী। এ ঘটনায় প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। তাদের মধ্যে ব্রাক ব্যাংকের কয়েক কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম।
আব্দুর রহিম বলেন, “আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত অর্ধশতাধিক লোককে ঢামেকে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।”