মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজগাজায় ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক, হামাসের রকেট নিক্ষেপ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক, হামাসের রকেট নিক্ষেপ

গাজা জুড়ে গত ২৪ ঘণ্টায় (রোববার ভোর থেকে) ইসরায়েলি বাহিনীর হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ সোমবার ভোরে চালানো হামলায় এক সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে আল-জাজিরা।

চিকিৎসকদের মতে, অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে।
চলমান যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে প্রতিদিনই অসংখ্য ফিলিস্তিনি নিহত ও আহত হচ্ছেন।
বার্তা সংস্থা এএফপিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, রোববার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ২১ জনই দক্ষিণ গাজার খান ইউনিস শহরের।
তিনি বলেন, গাজা সিটির আল-তুফাহ এলাকায় আল-নাখিল সড়কে একটি বেকারির পাশে জড়ো হওয়া লোকজনের ওপর চালানো এক হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজনই শিশু।
হামাস এক বিবৃতিতে এই হামলাকে ইচ্ছাকৃত শিশু হত্যা এবং অধিকৃত শক্তির নৃশংস ও ফ্যাসিবাদী চরিত্রের প্রমাণ বলে অভিহিত করেছে।
এএফপির ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও উত্তর গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ গাজায় পুনরায় হত্যাযজ্ঞে মেতে উঠে ইসরায়েল। গত মাসে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত এক হাজার ৩৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে।
এদিকে, রোববার গাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি ‘নৃশংসতা’র জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে একগুচ্ছ রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হামাস।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রায় ১০টি রকেট ছোড়া হয়েছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে একটি রকেট সরাসরি আঘাত হানে।
ইসরায়েলি জরুরি সেবা বিভাগ জানায়, রকেটের আঘাতে একজন ব্যক্তি ধাতব অংশের আঘাতে আহত হয়েছেন। রকেট পড়ার স্থানগুলোতে জরুরি দল পাঠানো হয়েছে।
রকেট হামলার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নতুন একটি সর্তকতা জারি করে, যেখানে গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের কয়েকটি এলাকার বাসিন্দাদের দ্রুত স্থানত্যাগ করতে বলা হয়। এই সতর্কবার্তায় রকেট ছোড়ার ঘটনা উল্লেখ করা হয়।
পরে ইসরায়েলি বাহিনী জানায়, যেখান থেকে রকেট ছোড়া হয়েছিল, সেই উৎক্ষেপণস্থলে হামলা চালানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ওয়াশিংটনগামী বিমানে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই রকেট হামলা সম্পর্কে ব্রিফ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কা।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু এই হামলার ‘কঠোর’ জবাব দিতে নির্দেশ দিয়েছেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে শিশুদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুর্মুস আয়া শহরের কাছে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলেকে হত্যা করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা