রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়সোহরাওয়ার্দী উদ্যানে জোবায়েরপন্থীদের সমাবেশ সাদকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

সোহরাওয়ার্দী উদ্যানে জোবায়েরপন্থীদের সমাবেশ সাদকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভী ও তার অনুসারীদের এ দেশে আনার চেষ্টা করা হলে যেকোনো মূল্যে তা ঠেকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা জোবায়ের অনুসারী আলেম ওলামারা। সাদপন্থিদের আওয়ামী লীগের দোসর বলেও আখ্যা দেন তারা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ আয়োজিত ইসলামী মহাসম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।এদিকে এ সম্মেলনকে রাজনৈতিক শো-ডাউন বলে আখ্যা দিয়েছেন সাদপন্থিরা। তারা আগামীকাল বুধবার (৬ নভেম্বর) বিশ্ব ইজতেমা ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন।ইসলামী মহাসম্মেলনে আলেম ওলামারা বলেন, ‘মাওলানা সাদকে যদি দেশে আসতে দেওয়া হয়, তাহলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে। মাওলানা সাদকে দেশে এনে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ধর্মপ্রাণ মুসলমানরা তা মেনে নেবে না।’সাদপন্থিদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আলেমরা বলেন, ‘আওয়ামী লীগ চলে গেলেও তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে।’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী বলেন, ‘টঙ্গী ময়দান ওলামায়ে কেরামদের হাতে থাকবে। কাকরাইল মসজিদ ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে চলবে। যারা ওলামায়ে কেরামদের কথা মানেন, তাদেরকেই এখানে আসতে দেওয়া হবে। যারা বিরোধিতা করবেন, তাদের এখানে আসতে দেওয়া হবে না।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা