সরকার মানুষের কল্যাণে ও পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সাফারি পার্ক থেকে বারবার কেন এসব দুর্লভ প্রানীগুলি হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার সময় কেন এসব সিসি ক্যামেরা গুলি কাজ করেনা। আমি মনে করি যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সে দায়িত্ব পালন করা হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
চিড়িয়াখানায় যেখানে প্রাণীগুলোকে বদ্ধ আবহের মধ্যে রাখা হয়। সেখানে যতটুকু সম্ভব সাফারি পার্কে প্রাকৃতিক আবহের মধ্যে তাদেরকে রাখার কথা। আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেবুরের ক্ষেত্রে, জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেই পরিবেশটা দেখিনি। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি আরো বলেন,কেন বারবার এমন ঘটনা ঘটছে বিরল, দুর্লভ প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রেখেছি সেগুলি খুঁজে বের করতে হবে। এখানে আমার মনে হল জনবলের মারাত্মক ঘাটতি রয়েছে এবং সদিচ্ছার অভাব রয়েছে।
সাফারি পার্ক থেকে যে প্রাণীগুলি চুরি হয়েছে ইতিমধ্যে এর তদন্ত শুরু হয়েছে। কিন্তু আমি মনে করি এখানে ক্রাইম এক্সপার্ট কে যুক্ত হওয়া উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট বা বন্য প্রানী এক্সপার্ট দিয়ে হবে না। যারা ক্রাইম বুঝে তাদেরকে যুক্ত করা উচিত। আপনারা এটা নিশ্চিত থাকেন যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে।