রাজধানীর শ্যামলীর সিকেডি ইউরোলজী হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় রোগীর স্বজনরা অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার( ২০ মার্চ)ভোর রাত সাড়ে ৪ টার দিকে কিডনির পাথর অপারেশন করার সময় এ ঘটনা ঘটে। একই দিন ভুল চিকিৎসায় আরও পাঁচ জন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত ওই রোগীর নাম তুষ মাহমুদ তপন।তিনি খুলনার কোতোয়ালি থানার হাফিজ আহমেদের ছেলে। ঢাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন।
স্বজনরা জানান,গত ১৮ মার্চ পৌনে ১২টার দিকে কিডনি পাথর অপারেশন করানোর জন্য রাজধানীর শ্যামলীর সিকেডি ইউরোলজী হাসপাতালে ভর্তি করানো হয় তপনকে ।এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে।
নিহতের ছোট মেয়ে অভিযোগ করে বলেন,ডাক্তারের
ভুল চিকিৎসায় আমার বাবা মারা গেছে।আমি এ চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।ভবিষ্যতে যেন আমার মতো কারো পিতা হারা হতে না হয়।
নিহতের ভাই ও দৈনিক স্বদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দীন বলেন,কিডনির পাথর অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসা দিয়েছেন ডা. কামরুল।তার ভুল চিকিৎসায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাছাড়া এ হাসপাতালে ভুল চিকিৎসায় আরও রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে একাধিক বার ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায় নি।