রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়মোখার মূল আঘাত দুপুর ১২টায় : আবহাওয়া অফিস

মোখার মূল আঘাত দুপুর ১২টায় : আবহাওয়া অফিস

বাংলাদেশ উপকূল স্পর্শ করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ। এরই মধ্যে ঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, মোখা কক্সবাজার এলাকা অতিক্রম করবে রোববার (১৪ মে) দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে। আর এই সময়টাই সেন্ট মার্টিন ও টেকনাফের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে।

আবহাওয়া দপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, সেন্ট মার্টিন ও টেকনাফের জন্য সবচেয়ে ভয়ংকর সময় হলো দুপুর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ের মধ্যে স্থলভাগ অতিক্রম শুরু করবে মোখা। এর প্রভাবে সেন্ট মার্টিন ও টেকনাফ অঞ্চলের নিম্নাঞ্চল ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

 

এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১৫ কিলোমিটারের বেশি হতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ আরও বলেন, ‌তখন প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে; উপকূল প্লাবিত হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা