সোমবার, মার্চ ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনেছিলেন সেনাপ্রধান-আসিফ মাহমুদ

বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনেছিলেন সেনাপ্রধান-আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুকে পাথরচাপা দিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যে কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন?’
তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান আমাদের বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি ৩০-৪০ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত?’
আসিফ মাহমুদ জানান, সেনাপ্রধান সর্বশেষ তাদেরকে বলেছিলেন, ‘বুকে পাথরচাপা দিয়ে আমি এ সিদ্ধান্তটা মেনে নিয়েছি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা