নিষিদ্ধি কসমেটিকস বিক্রির দায়ে গাজীপুরে একটি কসমেটিক দোকনে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর গাজীপুর।অভিযানে জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর বাজারে শিকদার কসমেটিকসকে ১০০০/- জরিমানা করা হয়। এসময় জেলা সহকারী পরিচালক দিদার হোসেন জব্দকৃত কসমেটিকস ধ্বংস করেন ।
- কালিগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় একই বাজারের তপন হোটেল ও মিষ্টান্ন ভান্ডরে নোংরা পরিবেশে খাদ্য তৈরী এবং ইফতার সামগ্রীতে মানব দেহের জন্য ক্ষতিকর হাইড্রোক্সাইড ও কাপড়ের রং ব্যবহার করায় হোটেলটি থেকে ১০,০০০/- জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মাছ-মাংস ও কাপড়ের দোকানগুলোতে সর্তক বার্তা পৌছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা সহকারী পরিচালক দিদার হোসেন।