শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় হোটেল শেরাটনে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে মোট ৯ জন সদস্য ইইউর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। অন্যরা হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাষ্ট্রদূত মোহাম্মদ জামিন, ডা. শাম্মী আহমেদ, ডা. সেলিম মাহসুদ, মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।
এর আগে এদিন সকালে বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। দুপুরে জামায়াতে ইসলামীর সঙ্গেও ইইউ প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে।
গত ৮ জুলাই থেকে এই সফর শুরু করেছে ইইউ প্রতিনিধি দলটি, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত।