মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়গোপালগঞ্জে ৪৩ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ৪৩ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন তিনি। এর আগে, গোপালগঞ্জে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন শেখ হাসিনা। এর আগে, বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধু কন্যা।

এদিন সড়ক পথে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার সফর উপলক্ষে গোটা কোটালীপাড়া ব্যানার-ফেস্টুন, রঙিন পতাকায় সাজানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সকালেই প্রধানমন্ত্রী জনসভাস্থল তেলিহাটী উচ্চ বিদ্যালয় মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। আশপাশের জেলাসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষ মাঠের বাইরেও অবস্থান নিয়েছেন।

এদিকে, জনসভা শেষে দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। একদিনের সফর শেষে সন্ধ্যায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা