রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় সংবাদ পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থেকে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রোববার সকালে আলীনুর পরিবহনের দুটি বাস ঢাকা থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয় উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।