রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িআইন-আদালতপ্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে রমনা থানায় এই মামলা করা হয়।মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও সিআইডি পুলিশের হাতে আটক হওয়া দৈনিকটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

জানা গেছে, মামলার বাদী আব্দুল মালেক মশিউর (৬১) নামের এক আইনজীবী। তার স্থায়ী ঠিকানা বরগুনার বেতাগী থানা এবং বর্তমান ঠিকানা গুলশানে বলে উল্লেখ করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে। তবে এ মামলার ব্যাপারে রমনা থানার পুলিশ কর্মকর্তারা কোনো তথ্য জানাতে পারেননি।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (২), ৩১, ৩৫ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে। মামলায় বলা হয়েছে, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।

মামলার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে রমনা থানার উপপরিদর্শক (ডিউটি অফিসার) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাল (বৃহস্পতিবার) সকালে আসেন। এখন আমার কাছে কপি (মামলার) নেই। অন্যভাবে সংগ্রহ করেন।”

তথ্য সূত্রঃ সংবাদ প্রকাশ

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা