রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজগাজীপুরে প্রত্যাহারের পর ফের মহাসড়ক অবরোধ

গাজীপুরে প্রত্যাহারের পর ফের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ৫৩ ঘণ্টা পর টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শ্রমিকরা।সোমবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে। কিন্তু প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিকদের দাবি, আশ্বাস নয়, নগদ বেতন পরিশোধ চায় তারা। এর আগে, টানা ৫৩ ঘণ্টা অবরোধের পর প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল শুরু হয়। পুনরায় শ্রমিকরা রাস্তা অবরোধের ফলে থমকে আছে যান চলাচল।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, ‘অবরোধ তুলে নেওয়ার ঘোষণার পর বেলা ২টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিক বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না। অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা