রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িক্যারিয়ারচাকরি প্রার্থীকে ৩২ বছর বয়স পর্যন্ত যতোবার খুশি বিসিএস দেওয়ার প্রস্তাব

চাকরি প্রার্থীকে ৩২ বছর বয়স পর্যন্ত যতোবার খুশি বিসিএস দেওয়ার প্রস্তাব

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থীর চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বয়স পর্যন্ত যতোবার খুশি, ততোবার বিসিএসে অংশ নেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়।পিএসসির পরীক্ষা শাখা সূত্রে জানা যায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বয়স ৩২ পর্যন্ত একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।মন্ত্রণালয় এতে চূড়ান্ত অনুমোদন দিলে চাকরিপ্রার্থীরা তাদের বয়সসীমা পর্যন্ত যতোবার সম্ভব, ততোবার বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাবেন।এদিকে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের এক কর্মকর্তা জানান, কয়েকটি প্রস্তাব এসেছে। এগুলো আজ-কালের মধ্যেই অনুমোদন হয়ে যেতে পারে। তবে কোনটা কোনটা অনুমোদন হবে, তা এখনই বলা যাচ্ছে না।গত ৩১ অক্টোবরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন। এর আগে ২৪ অক্টোবরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিলো। পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।এরপরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয় যে, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা