সকাল ৯ টার দিকে মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম আজাদ। ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এদিকে কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনের সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। মোট প্রার্থী রয়েছেন ১৪ জন। উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে একজন সরে দাঁড়িয়েছেন । উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৭ জন ,মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে পাঁচজন।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই উপজেলা পরিষদে মোট ভোটার রয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯৪ জন। পর্যাপ্ত পরিমাণে পুলিশ, বিজিবি, আনসার মোতায়ন করা হয়েছে। সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি চোখে পড়েনি।