বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
No menu items!
বাড়িআন্তর্জাতিকএক হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘোষণা

এক হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘোষণা

এক তরুণী এক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটিয়েছেন ওনলি ফ্যানস সেলিব্রেটি লিলি ফিলিপস। এই কাণ্ডের পর তিনি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এক দিনে ১ হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী বিশ্ব রেকর্ড গড়বেন বলে ঘোষণা দিয়েছেন।মার্কিন ম্যাগাজিন রোলিং স্টোন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে লিলি বলেছেন, ‘এক দিনে ১,০০০ পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটানো প্রথম ব্যক্তি হতে চাই।’ তিনি জানান, এই চ্যালেঞ্জ পূরণে তিনি বেশ উচ্ছ্বসিত। গত ১৫ ডিসেম্বর তিনি ৩০০ জনের সঙ্গে থাকার পরিকল্পনা করছেন, যা তার জন্য একটি বড় প্রস্তুতি। তিনি এটিকে ম্যারাথনের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘এটি ম্যারাথনের মতো! আগের রাতে পাস্তা খেয়ে শক্তি সঞ্চয় করেছি।২০০১ সালে ইংল্যান্ডের ডার্বিশায়ারে জন্মগ্রহণকারী লিলি ধনী পরিবারে বেড়ে ওঠেন। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ওনলি ফ্যানসে কাজ শুরু করেন। এরপর প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ করে তিনি ২৫ লাখ ডলারের বেশি উপার্জন করেছেন।লিলির এই পরিকল্পনা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনার শরীর ও মনের ভালোর জন্য এটি দয়া করে করবেন না।’ অনেকে এই ধরনের কর্মকাণ্ডের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।তবে লিলির পাশে রয়েছে তাঁর পরিবার। লিলি জানান, পরিবার তাঁর কাজ সমর্থন করে। মা তাঁর অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনা করেন। যদিও তাঁর ভাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।সম্প্রতি ইউটিউবার জশ পিটার্স তাঁকে নিয়ে ৪৭ মিনিটের দীর্ঘ একটি ডকুমেন্টারি করেছেন। ওই ডকুমেন্টারিতে লিলি বলেছেন, এক দিনে ১০১ জনের সঙ্গে থাকা কঠিন অভিজ্ঞতা ছিল। এটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় বলেও জানিয়েছেন তিনি।লিলির কাজ এবং পরিকল্পনা অনলাইনে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন, কন্টেন্ট ক্রিয়েটররা ক্লিক পাওয়ার জন্য অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছেন।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা