মঙ্গলবার (১০ জানুয়ারি) পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি বেঞ্চ এই ইমরানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে।
নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, এক টুইটে আসাদ ওমর বলেছেন, “ইসিপি তার দায়িত্ব পালনের পরিবর্তে এই ধরনের কর্মে লিপ্ত হয়েছে। ইসলামাবাদের নির্বাচন না করে তারা নিজেরাই আদালত অবমাননার অপরাধে দোষী।”
ফাওয়াদ চৌধুরী জানান, তিনি নির্বাচনী নজরদারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। গত ১৭ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও নিয়ম লঙ্ঘন করে আজ তা ধার্য করা হয়েছে। এটি ইসিপি সদস্যদের দ্বারা জারি করা আরেকটি পক্ষপাতমূলক রায়।
এদিকে পিটিআই আইনজীবী বাবর আওয়ান দাবি করেছেন যে, ইসিপিকে ইমরানের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে।