বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকমার্কিন শেয়ারে ধস: আজ থেকে কানাডা-মেক্সিকো-চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন শেয়ারে ধস: আজ থেকে কানাডা-মেক্সিকো-চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি বলেছেন, চুক্তি করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর দেরি করা যাবে না।  

এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এই শুল্কের হুমকি দিয়ে আসছিলেন। এখন নিশ্চিত করেছেন, এটি মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এছাড়া, চীনের আমদানি পণ্যের ওপরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসতে যাচ্ছে। ফলে চীনা পণ্যে মোট ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান বাণিজ্যিক অংশীদার—কানাডা, মেক্সিকো ও চীন—উচ্চ শুল্কের মুখে পড়বে।

হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকোর জন্য কোনো জায়গা নেই। শুল্ক ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। এটি আগামীকাল (মঙ্গলবার) থেকেই কার্যকর হবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেছেন, ‘স্পষ্ট করে বলছি, যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, তাহলে আমরাও প্রস্তুত।’

তিনি বলেন, অটোয়া মার্কিন আমদানি পণ্যের ওপর ১৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পাল্টা শুল্ক আরোপ করবে। প্রাথমিকভাবে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক তৎক্ষণাৎ কার্যকর হবে। প্রাথমিকভাবে পাস্তা, পোশাক ও পারফিউমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর এসব শুল্ক বসানো হবে।

জোলি উল্লেখ করেন, কানাডা বাণিজ্যযুদ্ধ চায় না। কিন্তু, যুক্তরাষ্ট্র যদি শুরু করে, তাহলে তারাও জবাব দেবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই শুল্ক আরোপ ‘আমাদের অস্তিত্বের জন্য হুমকি’,  এর ফলে ‘কানাডার হাজার হাজার চাকরি ঝুঁকির মুখে’ আছে।

মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে। যদিও ট্রাম্প বলেছেন, এই শুল্ক আরোপের মূল কারণ হলো যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও অভিবাসী স্রোত বন্ধ করা।

এই শুল্ক ফেব্রুয়ারিতেই কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু কানাডা ও মেক্সিকোর জন্য এক মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক ফেব্রুয়ারিতেই কার্যকর হয়। যার ফলে এখন চীনের পণ্যের ওপর মোট ২০ শতাংশ শুল্ক বসছে।

ট্রাম্পের মতে, শুল্ক একটি কার্যকরী হাতিয়ার যা বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে। এটি মার্কিন শিল্পকে নিরাপত্তা দেবে। তিনি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘যদি তারা যুক্তরাষ্ট্রেই কারখানা স্থাপন করে, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না।’

ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন তিনটি প্রধান সূচকের পতন ঘটেছে। দাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ দিন শেষে ১.৪ শতাংশ, এসএন্ডপি ৫০০ ১.৭৫ শতাংশ ও নাসডাক ২.৬ শতাংশ কমেছে।

কানাডা ও মেক্সিকোর কর্মকর্তারা ওয়াশিংটনে শেষ মুহূর্তে এই শুল্ক এড়ানোর চেষ্টা করেছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম কোলিমা শহরে রাখা এক বক্তব্যে ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘মেক্সিকোকে সম্মান করতে হবে। সমন্বয় ও সহযোগিতা হতে পারে, কিন্তু অধীনতা নয়।

রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহের জন্য দায়ী নয়। কারণ মার্কিন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আটক হওয়া ফেন্টানিলের মাত্র এক ভাগ কানাডা থেকে আসে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল পাচার রোধে ‘জোরালো’ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।কানাডার অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী অনিতা আনন্দ সম্প্রতি ওয়াশিংটনে কর্মকর্তাদের সাথে দেখা করে বলেছেন, এই সপ্তাহ শেষে একটি প্রতিক্রিয়া জানানো হবে।চীনের রাষ্ট্র-চালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, বেইজিং পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। যা মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১২ মার্চ থেকে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নির্দিষ্ট দেশগুলোর ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের ওপরও ২৫ শতাংশ শুল্ক বসানো হতে পারে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা