রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িআন্তর্জাতিকব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্ব ব্রাজিলের রাজ্য মিনাস গেরাইসে এ দুর্ঘটনা ঘটে।সিএনএনের প্রতিবেদন বলছে, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালাক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের পক্ষে জানানো হয়েছে, ১৩ জনকে টিওফিলো ওটোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।গভর্নর রোমিউ জেমা এক্সে এক পোস্টে লিখেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মিনাস গেরাইস সরকারকে নির্দেশ দিয়েছেন। জেমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ট্র্যাজেডি মোকাবিলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে আমরা কাজ করছি।এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিবৃতিতে তিনি বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।২০০৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। পরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা