বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকঝিনাইদহে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার কোদলা নদী উদ্ধার

ঝিনাইদহে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার কোদলা নদী উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদী দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আজিজুস শহীদ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্ণেল রফিক ও মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।এদিন সংবাদ সম্মেলনে লে. কর্ণেল আজিজুস শহীদ জানান, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তে কোল ঘেঁসে কোদলা নদী বহমান। এ নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। এযাবৎ বাংলাদেশিদের নদীতে মাছ ধরাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে বাঁধা দিতো বিএসএফ। তবে সম্প্রতি উভয় পক্ষের আলোচনা শেষে বিজিবি ওই এলাকার দখল দারিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।এখন থেকে বাংলাদেশি জনগণ নদীর সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন ৫৮-বিজিবির অধিনায়ক। সংবাদ সম্মেলনের পর বিজিবি সদস্যরা স্থানীয়দের নদীর ধারে নিয়ে যান। সেখানে মাটিলা গ্রামের অনেক লোককে নদীতে মাছ ধরতে ও গোসল করতে দেখা যায়।স্থানীয় কৃষক আলমগীর জানান, এখন তারা নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছেন ও মাছ ধরছেন। এর আগে বিএসএফ তাদের নদীতে নামতে বাধা দিতো।মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে আমাদের এলাকার লোকজন নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয়ভীতি প্রদর্শন করতো। তবে বিজিবি দখল নেওয়ার পর থেকে এখন আমরা স্বাভাবিকভাবে নদী ভোগ দখল করছি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা