ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও অন্তত ১৪৬ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন ছাড়িয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় অনেক নিহত এখনো পড়ে আছেন। কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ গাজায় ইসরায়েল একটি নতুন বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর থাকলেও এরপর থেকে ইসরায়েলের এই নতুন আক্রমণে এখন পর্যন্ত ১ হাজার ৫২২ জন নিহত ও প্রায় ৩ হাজার ৮০০ আহত হয়েছেন।
এদিকে, গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজা উপত্যকায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।