ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইকুয়েডরে প্রাণ গেছে ১৩ জনের। দেশটিতে অন্তত ১২৬ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া দুই দেশে আবাসিক ভবন ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইকুয়েডরের দক্ষিণ উপকূলীয় অঞ্চল গুয়াস বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে।
ইকুয়েডরের জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের একঘণ্টা পর দুটি দুর্বল আফটারশক অনুভূত হয়েছে। অনেক স্কুল, অফিস, ঘর-বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠলে ঘর থেকে পথে খোলা জায়গায় নেমেছে আসে বহু মানুষ।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সাংবাদিকদের বলেন, ভূমিকম্পটি জনগণের মধ্যে ভীতি তৈরি করেছে তাতে সন্দেহ নেই। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে সংশ্লিষ্ট কার্যালয়কে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।