ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। একের পর এক বিমান হামলা চালাচ্ছে। রাতভর চলা হামলায় একই পরিবারের ১২ জনসহ নিহত হয়েছেন ৬০ জন। দেড় শতাধিক আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না। তাছাড়া উদ্ধারকাজে ব্যবহৃত অনেক সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বোমা হামলায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ২০২৫-এ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ২০৭ জন।
গাজা সরকারের মিডিয়া অফিস বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ মাসে ইসরায়েলি অভিযানে ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মতে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন, যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।
এদিকে, ইসরায়েলি বাহিনীর চালানো সর্বশেষ বিমান হামলায় গাজা সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ বহু মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো এক আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং আরও দুই শতাধিক মানুষকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরই জবাবে ইসরায়েল দীর্ঘমেয়াদী বর্বর হামলা অব্যাহত রেখেছে।
সূত্র : আল জাজিরা