রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িআন্তর্জাতিকপরবর্তী বৈশ্বিক মহামারির জন্য প্রস্তুত থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী বৈশ্বিক মহামারির জন্য প্রস্তুত থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী বৈশ্বিক মহামারির জন্য বিশ্বকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে বলেন, পরবর্তী বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর চেয়েও বেশি মারাত্মক হতে পারে।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সমাবেশে তিনি এমনটি বলেন।

গেব্রেয়াসুস বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেয়া মানে এই নয় যে, এর হুমকিও শেষ হয়ে গেছে। করোনাভাইরাসের নতুন ধরন রোগী বাড়িয়ে দিচ্ছে। এই রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুও হচ্ছে। আরও মারাত্মক বৈশিষ্ট্যের আরেকটি রোগ সংক্রামক জীবাণু আসার হুমকিতে রয়েছে বিশ্ব।

পরবর্তী বৈশ্বিক মহামারির জন্য প্রস্তত হওয়ার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের অবশ্যই স্পষ্টভাবে, সম্মিলিতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে পরবর্তী বৈশ্বিক মহামারির জবাব দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়ের লক্ষ্যগুলো অর্জনে করোনভাইরাস নেতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা নির্ধারণ করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা