আবদুল মোমেন
আলীকদমের অদূরে তৈন খালের পাশে
প্রকৃতির তৈরি সুরঙ্গ দুই পর্বতের মাঝে,
সুরঙ্গের ঠাঁই আলী পাহাড়ের ঝিরিতে বলে
প্রকৃতি প্রেমিরা আলী সুরঙ্গ নামে ডাকে।
বন্ধুর ঝিরির সরুপথে এগিয়ে যেতে যেতে
অন্ধকার ঝিরিতে হঠাৎ সূর্যলোক চোখে পড়ে,
পানি নামা পিচ্ছিল পথের যাত্রা শেষে
রহস্যে ঘেরা অন্ধকার সুরঙ্গের দেখা মিলে।
প্রকৃতির সুন্দর উপহার সুরঙ্গের ত্রি-পাশে
কালো কঠিন মাটি সাজানো ভাঁজে ভাঁজে,
গুহার ভয় আর অজানাকে জানার আনন্দে
ভ্রমণ পিপাসুরা আলো জ্বেলে সুরঙ্গ দেখে।