মোহাম্মদ মহিউদ্দিন মুন্সী (মোমমু)
ভাষাপ্রেমের খেলা
উর্দু হবে রাষ্ট্রভাষা পাতলো তারা ফাঁদ,
ধীরেন্দ্রনাথ সর্বপ্রথম করলো প্রতিবাদ।
মায়ের ভাষা মুখের ভাষা নিচ্ছে কেড়ে জেনে,
বাঙালিরা বলেছিলো তা নেবনা মেনে।
প্রতিবাদে বাংলার আকাশ হয়েছিল ভারী,
পাকিস্তানি সরকার করলো ১৪৪ ধারা জারি।
ভয় দেখিয়ে তারা মোদের জয় নিতে চায় তুলে,
তাই প্রতিবাদ করেছে তারা প্রাণের মায়া ভুলে।
পাকিস্তানি পুলিশ তাদের প্রাণ’ই নিলো কেড়ে,
প্রতিবাদের জোয়ার গেলো বহুগুণে বেড়।
সেই জোয়ারে ভেসেগেলো আইয়ুব খানের আশা,
বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত আমার বাংলাভাষা।
সেদিন যারা জীবন দিলো ভাষার দাবি করে,
মৃত্যুভয় দেখিয়েও যাদের যায়নি রাখা ঘরে।
যাদের জন্যেই বাংলাভাষা প্রতিষ্ঠিত হয়,
তাদের স্মৃতির শহীদমিনার সকল বিদ্যালয়।
অমর একুশ মহান একুশ ভাষাপ্রেমের খেলা,
ফেব্রুয়ারি মাসব্যাপী হয় একুশের বইমেলা।
কেউ যায় মেলা দেখতে কেউ দেখে বই,
কেউ কেউ মেলায় ঘুরে বন্ধু-স্বজন লই।
নতুন নতুন বই আসে মেলায় প্রতিদিনে,
সখ করিয়া কেউ কেউ দু-চারটি বই কিনে!
বইগুলো কি পড়ে তারা আমি সন্দিহান,
বই রাখিয়া তাকের উপর শুনে হিন্দি গান।
লোক দেখানো শহিদ স্মৃতি করছি পালন তাই,
রফিক; শফিক; জব্বারদের খুঁজে নাহি পাই।