বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
No menu items!
বাড়িফিচারহাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল

হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাসিন্দা কুরাটা গ্রামের শফিকুল ইসলাম—যিনি শফি নামে পরিচিত—দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালনের মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করেছেন। এখন তিনি এলাকার মানুষের কাছে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত।শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানেই আছে ১৫০টি দেশীয় হাঁস, ৪০০টি মোরগ-মুরগী, ২০০টি কবুতর এবং ৭টি গরু। এগুলোকে নিয়মিত পরিচর্যা ও খাদ্য প্রদান করে তিনি গড়ে তুলেছেন এক উদাহরণমূলক খামার। তার এই প্রচেষ্টার ফলেই এখন তিনি পরিবারের জন্য স্থিতিশীল আয়ের উৎস তৈরি করতে সক্ষম হয়েছেন।শফিকুল ইসলাম বলেন, “আমি একেবারে নিজ উদ্যোগে এই কাজ শুরু করেছিলাম। অল্প কিছু হাঁস-মুরগী ও কবুতর দিয়ে শুরু করেছিলাম। এখন প্রতিদিন ১০০টি হাঁসের ডিম ও ১০০টি মুরগীর ডিম সংগ্রহ করতে পারি। এই ডিমগুলো ৭০ টাকা হালি দরে বিক্রি করি, যা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।সরকারের সহযোগিতা পেলে তার এই উদ্যোগকে আরও বড় আকারে সম্প্রসারিত করতে চান শফিকুল ইসলাম। তিনি বলেন, “যদি সরকারি সহায়তা পেতাম, তাহলে এই খামারটি আরও বড় করে গড়ে তুলতে পারতাম। পাশাপাশি যারা এই কাজ করতে আগ্রহী, তাদেরও প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারতাম।শফিকুল ইসলামের এই সাফল্য স্থানীয় মানুষের কাছেও একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা