শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনহিমির ১০৯ নাটক, প্রতিটির কোটি ভিউ

হিমির ১০৯ নাটক, প্রতিটির কোটি ভিউ

নাচ থেকে মডেলিং, তারপর অভিনয়ে নাম লেখান জান্নাতুল সুমাইয়া হিমি। এখন পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী। এ সময়ে যে কজন তরুণ টিভি অভিনেত্রী সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান তাদেরই একজন হিমি।

নিউ মিডিয়ার বদৌলতে হিমির সুখ্যাতি ছড়িয়েছে ওপার বাংলায়ও। পশ্চিমবঙ্গে তার ভক্ত-অনুরাগী রয়েছেন; যারা হিমির অভিনয় ভালোবাসেন। ক্যারিয়ারে অনেক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন হিমি। ভিউয়ের প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই এই অভিনেত্রী। তার অভিনীত শতাধিক নাটকের ভিউ ১ কোটি করে ছাড়িয়েছে।

হিমির ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, “১০৯টি নাটকে প্রতিটি ১ কোটি ভিউ! হিমির সাফল্যে গর্বিত টিম হিমি!” এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অভিনেত্রী।

রায়হান কবীর লেখেন, “আমার অনেক পছন্দের অভিনেত্রী। আর নিলয় ভাইয়ের সাথে জুটিটা অনেক ভালো মানায়।” সুমি লেখেন, “মাশাআল্লাহ, অভিনন্দন। আসলেই হিমি আপুর নাটক অনেক ভালো লাগে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

কিছু দিন আগে আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’-এর ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন— “আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না।”

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার