ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহীর ঢাকায় আসা নিয়ে নাটকীয়তা থামছেই না। অবশেষে মামলা পর্যন্ত গড়াল বিষয়টি। নোরাকে ঢাকায় আনার আয়োজক প্রতিষ্ঠানের অভিযোগ, মিরর গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্র করছে। এরপর প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মিরর গ্রুপের কর্ণধার শাহ জাহান ভুঁইয়া রাজুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহীর ঢাকা আসা নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা নাটকীয়তা।
প্রথমে আসার অনুমতি দেওয়া হয়নি। পরে অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে তাকে লিগ্যাল নোটিশ পাঠায় একটি প্রতিষ্ঠান। এ ছাড়া রাজস্ব বিভাগ থেকেও আসে বিধি নিষেধ। অবশেষে ১৮ নভেম্বর নোরাকে আনার অনুমতি পায় উইমেন লিডারশিপ কর্পোরেশন।
তবে তাদের অভিযোগ, নোরাকে আনার খবরে মিরর গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার রাজু নানা চক্রান্ত করে। ঝামেলা এড়াতে রাজুর সঙ্গে যোগাযোগ করে আয়োজকরা।
এরপরও রাজু নোরার অনুষ্ঠানের টিকিট ছাপিয়ে বিক্রি শুরু করেন বলে দাবি তাদের। প্রতিবাদ করলে হুমকি দিতে থাকেন অনুষ্ঠান বন্ধের।
এসব ঘটনায় রাজুর বিরুদ্ধে মামলা করে আয়োজক প্রতিষ্ঠান। এরপরই রাজুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড দেওয়া রাজুর পেশা।
আয়োজকদের দাবি কোনো বাধাতেই বন্ধ হবে না নোরার ঢাকায় আসা। ১৮ নভেম্বর অনুষ্ঠান শেষে বিশ্বকাপের উদ্বোধনীতে অংশ নিতে কাতার যাবেন তিনি।